গাবতলীতে বজ্রপাতে গৃহবধুর মৃতু

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ পিএম
গাবতলীতে বজ্রপাতে গৃহবধুর মৃতু

বগুড়ার গাবতলীতে বৃষ্টির মধ্যে  উঠানে কাজ করার সময় বজ্রপাতে শেফালী বেগম (৫৫) এক গৃহবধূর মৃতু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে  নাড়-য়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে এঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের দেলোয়ার হোসেনের -্ত্রী বলে জানাগেছে। বিষয়টি গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে