দৌলতপুরে শিক্ষক দিবসে র‍্যালী ও সভা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৪৮ পিএম
দৌলতপুরে শিক্ষক দিবসে র‍্যালী ও সভা

কুষ্টিয়ার দৌলতপুরে শিক্ষক দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর নেতৃত্বে রোববার বেলা সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয় এবং এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের দৌলতপুর শাখার সভাপতি ও নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যাপক আতাউর রহমান, র্দৌলতপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইয়াকুব আলী, দৌলতপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন, প্রধান শিক্ষক মোঃ আবদুল আলিম, মহিদুজজামান মনটু। এ সময় দৌলতপুর উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা আলোচনা সভা ও র‍্যালিতে অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে