মাধবপুরে এলজিইডি রাস্তার অর্ধ শতাধিক গাছ চুরি

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৫২ পিএম
মাধবপুরে এলজিইডি রাস্তার অর্ধ শতাধিক গাছ চুরি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এলজিইডি রাস্তার দুই পাশের প্রায় অর্ধ শতাধিক মূল্যবান আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে অন্তত ২০ থেকে ২৫ লাখ টাকার সরকারি গাছ কেটে পাচার করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, বহরা ইউনিয়নের গিলাতলী চার রাস্তার মোড় থেকে খানকা শরীফ হয়ে চেঙ্গার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৪০ থেকে ৫০টি বড় আকারের আকাশমনি গাছ সম্প্রতি কেটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে ইলেকট্রিক মেশিন ব্যবহার করে গাছগুলো কেটে পাচার করা হচ্ছে। স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল করিম বলেন, “প্রতিদিন রাতেই ৪-৫টি সরকারি গাছ পাচার হচ্ছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। রাস্তার পাশে গাছ না থাকায় এখন রোদের তাপে পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।” স্থানীয় বহরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান-এলজিইডি রাস্তার মূল্যবান গাছগুলো যারা চুরি করছে তাদের নাম-ঠিকানা সংগ্রহ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্যারকে পাঠিয়েছি। পাঠানোর প্রায় ১০ দিন পার হয়ে গেলেও এখনও কোনো মামলা বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ইউনিয়ন পরিষদ কখনোই চোরচক্রের সঙ্গে হাত মিলাবে না। আমরা বাদী হয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগও দায়ের করেছি। এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেন, “আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা দ্রুত থানাকে (ওসি সাহেবকে) অবহিত করব।” উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “রাস্তার পাশের গাছ কাটার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ইতোমধ্যে অন্য এক ইউনিয়নে এমন ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। বহরা ইউনিয়নের ঘটনাটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা বলেন-বনবিভাগ আমাদের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে