রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পিএম | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ পিএম
রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত
রাজশাহীতে পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া এ প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার আজিম আহমেদ এনডিসি বিভাগীয় কমিশনার রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার। আফিয়া আখতার, জেলা প্রশাসক রাজশাহী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন এস. এম. তুহিনুর আলম, চেয়ারম্যানরাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
আপনার জেলার সংবাদ পড়তে