মণিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনের অনুষ্ঠানে ইউএনও নিশাত তামান্না

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩৪ এএম
মণিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনের অনুষ্ঠানে ইউএনও নিশাত তামান্না

যশোরের মণিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আসাদুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্না। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মাদ গাজী,  বিদ্যালয়ের পরিচালক আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

আলোচনা সভা শেষে নার্সারি থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি নিশাত তামান্না পুরস্কার তুলে দেন। 

আপনার জেলার সংবাদ পড়তে