সাবেক পৌর চেয়ারম্যান মরহুম সিরাজুল হক সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কোটচাঁদপুর সাহস সেবা সংস্থা একাদশ ২-০ গোলে পরাজিত করেছে যশোর কুহেলিকা উন্নয়ন সংঘ ফুটবল একাদশকে ।
শনিবার (৪ অক্টোবর) কোটচাঁদপুর খন্দকার মোশারফ হোসেন সরকারি কলেজ মাঠে মরহুম সিরাজুল হক সিরু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ ডা. আমানুল্লাহ, কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা টিপু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি আব্দুস সবুর খান, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক আলমগীর খান, কোটচাঁদপুর সাহস সেবা সংস্থার সভাপতি খন্দোকার শরাফৎ হোসেন, উপজেলা যুব দলের আহবায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুব দলের আহবায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সিদ্দিক, হুমায়ুন কবির হীরা, ফজলে রাব্বি প্রমূখ।
৮টি ফুটবল দলের সমন্বয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয় গত ৫ সেপ্টেম্বর । শনিবার (৪ অক্টোবর) ছিল টিকে থাকা দল দুটি কোটচাঁদপুর সাহস সেবা সংস্থা একাদশ এবং যশোর কুহেলিকা উন্নয়ন সংঘ ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলা।
বিকাল চারটায় শুরু হওয়া ফুটবল খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় যশোর কুহেলিকা উন্নয়ন সংঘ ফুটবল একাদশের ৪নং জার্সি পরিহিত রাসেল
ডি বক্সের মধ্যে ফাউল করার কারণে কোটচাঁদপুর সাহস সেবা সংস্থা একাদশ পেনাল্টি পাই। তাতে প্রথম গোল করেন স্বাধীন (৭)। খেলার ৩৩মিনিটে আরো একটি কোটচাঁদপুর সাহস সেবা সংস্থা একাদশের অপু (৯) গোল করে দলকে ২ গোলে এগিয়ে নেন। । খেলার ৪৩ মিনিটের মাথায় যশোর কুহেলিকা উন্নয়ন সংঘ ফুটবল একাদশ পেনাল্টি পেলেও গোল করতে পারেনি। ফলে ২-০ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। টুর্নামেণ্টের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হন কোটচাঁদপুর সাহস সেবা সংস্থা একাদশের অপু (৯)। খেলায় রেফরি ছিলেন মহেশপুরের লিটা হোসেন, সহকারী রেফারি ছিলেন ইসমাইল হোসেন ও রাসেল। টুর্নামেণ্টটি আয়োজন করে কোটচাঁদপুর কলেজষ্ট্যাণ্ড সাহস সেবা সংস্থা।