মুক্তাগাছায় ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপি নেতার মতবিনিময়

এফএনএস (মোঃ ফেরদৌস; মুক্তাগাছা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৫:১০ পিএম
মুক্তাগাছায় ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপি নেতার মতবিনিময়

মুক্তাগাছায় ইমাম ও মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে স্থানীয় পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইমাম ও মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আল্লামা আব্দুল হালিম কাসেমী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু । বক্তব্য রাখেন ইমাম ও মুয়াজ্জিন ঐক্য  পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল ওহাব, মার্কাস মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান খান রতন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুল। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় ৬ শতাধিক ইমাম ও মুয়াজ্জিন অংশ নেন। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয় এবং আগামী নির্বাচনে ইসলামী সংগঠন সমূহের করণীয় ও আগামী বাংলাদেশ নির্মাণে ইমাম ও মুয়াজ্জিনদের অংশ গ্রহণের আহবান জানানো হয়।


আপনার জেলার সংবাদ পড়তে