নোয়াখালীর সেনবাগ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারের সাথে সেনবাগ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইউএনও"র কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ প্রতিনিধি সাখাওয়াত উল্যা, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, প্রেসক্লাব সহ-সভাপতি যায়যায়দিন প্রতিনিধি নুর হোসাইন সুমন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি খোরশেদ আলম, প্রেসক্লাব কোষাধক্ষ দৈনিক জনতার খবর সেনবাগ প্রতিনিধি বশির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ইউএনও শিরিন আক্তার স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।