বক্স অফিসে ডোয়াইন জনসনকে টপকে গেলেন টেলর সুইফট

এফএনএস বিনোদন | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৭:৩৯ পিএম
বক্স অফিসে ডোয়াইন জনসনকে টপকে গেলেন টেলর সুইফট

পপ সুপারস্টার টেলর সুইফট আবারও প্রমাণ করলেন তাঁর বক্স অফিস জাদু। তাঁর নতুন সিনেমাটিক স্পেশাল ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে দারুণ সূচনা করেছে। অন্যদিকে, হলিউড তারকা ডোয়াইন জনসন অভিনীত জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘দ্য স্ম্যাশিং মেশিন’ আশানুরূপ ফল না পেয়ে ক্যারিয়ারের অন্যতম দুর্বল উদ্বোধনীতে ধাক্কা খেল। আনুমানিক হিসাবে, মাত্র তিন দিনের জন্য মুক্তি পাওয়া ‘শোগার্ল’ সপ্তাহান্তে ২৮ থেকে ৩২ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে। কিছু বিতরণকারী বলছেন, আয় হয়তো ৩৫ মিলিয়ন ডলারের কাছাকাছি গিয়েও থামতে পারে। সিনেমাটি ৩,৭০২টি হলে চলছে এবং শুরু থেকেই দর্শকের ভিড় জমেছে। প্রায় ৯০ শতাংশ দর্শকই ছিলেন নারী। ‘শোগার্ল’কে এ প্লাস দিয়েছে দর্শকরা, যা আগের রেকর্ড ভাঙা কনসার্ট ফিল্ম ‘ইরাস ট্যুর’-এর মতোই। অন্যদিকে, ডোয়াইন জনসনের ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রথম সপ্তাহান্তে মাত্র ৬ মিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, যেখানে আশা করা হয়েছিল দ্বিগুণ। গত শুক্রবারের আয় ছিল মাত্র ২.৭ মিলিয়ন ডলার। ৩,৩৪৫টি হলে মুক্তি পাওয়া ছবিটি সমালোচকদের প্রশংসা পেলেও দর্শকরা দিয়েছে কেবল বি স্কোর। অ্যাকশন স্টার জনসনের জন্য এটি বড় ধাক্কা। বিখ্যাত প্রযোজনা সংস্থা এ-টোয়েন্টিফোর নির্মিত এই ছবিতে জনসন অভিনয় করেছেন বাস্তব চরিত্র মার্ক কের-এর ভূমিকায়-যিনি একসময় কলেজ রেসলার ছিলেন এবং পরবর্তীতে ভয়াবহ ট্রমা ও নেশার সঙ্গে লড়াই করেছেন। ছবিতে জনসনের সঙ্গে আছেন এমিলি ব্লান্ট।