বাগেরহাটের সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ০৮:৫০ পিএম
বাগেরহাটের সাংবাদিককে কুপিয়ে হত্যার প্রতিবাদে কচুয়ায় মানববন্ধন

দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে কচুয়া উপজেলা সংলগ্ন প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অংশ নেয়।

গতকাল  সকাল ১১ টায় কচুয়া প্রেসক্লাব ও কচুয়ায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন,সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ জামায়েত ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির মাওলানা রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম  তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য শেখ শহিদুল ইসলাম,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি তুহিন খান।

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তুহিন খান, মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী,মাই টিভির জেলা প্রতিনিধ মোঃ রিফাত, সাংবাদিক সোসাইটির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য তরিকুল ইসলাম, চ্যানেল এস এর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য রাকিবুল হাসান, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক সিকদার সাইদুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের তারিকুজ্জামান মুন্না, আনন্দ টিভির এস কে এম হুমায়ুন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক রাহাতুল ইসলাম,  সাংবাদিক মইনুল ইসলাম সিকদার, রাকিব শেখ , সাংবাদিক মুন্না শেখ, রাসেল শেখ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

আপনার জেলার সংবাদ পড়তে