জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০২:৫৫ পিএম
জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান।

বৈঠকে গোয়েন লুইস প্রধানত জামায়াত আমিরের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন। পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য আয়োজনের জন্য জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। বৈঠকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মীর আহমাদ বিন কাসেম (আরমান)। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সমস্যা, পার্বত্য অঞ্চলের মানবিক সমস্যা এবং মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে সরাসরি কাজ করা সম্ভব নয়, তবে ইসলামিক এনজিও সংস্থার মাধ্যমে বিভিন্ন উদ্যোগে সহায়তা করা হচ্ছে।

বৈঠকের সময় দেশের নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয় এবং আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জাতিসংঘের সহযোগিতার আশা ব্যক্ত করা হয়। জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করেন যে, ঐকমত্য কমিশন থেকে আগামী বুধবার (৮ অক্টোবর) ফলপ্রসূ ঘোষণা আসবে।

আপনার জেলার সংবাদ পড়তে