সৃজনশীল শিক্ষা, সাহিত্য ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ মূলক সংগঠন আরন্যক এর সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০ টায় খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর বাজারস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তৃতা করেন, আরন্যক'র প্রধান পৃষ্ঠপোষক মো. জাফরুল্লাহ খান, পৃষ্ঠপোষক আলহাজ্ব গাজী তফসীর আহমেদ, অ্যাডভোকেট এফ এম আক্তারুজ্জামান, উপদেষ্টা তাপস কুমার সাহা, খান আবু তারিক, মহসিন আলী মিলন, গাজী শাহিন আলম ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জাফর সাদেক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কার্যনির্বাহী কমিটির সভাপতি জি এম জিন্নাত আলী। পরে জুম্মার নামাজ শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।