শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার রিকাবী চকচকা আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল এগারোটায় উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা আলিম মাদ্রাসার আয়োজনে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার গভার্ণিং বর্ডির সভাপতি মোঃ মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মামুনুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, আলিহাট ইউনিয়নের প্যাণেল চেয়ারম্যান ইমরান আলী, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মোঃ গোলাম রববানী।
আলোচনা সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার গুনগত মান বৃদ্ধি ও মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মাদ্রাসা বিভিন্ন শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অভিভাবক সমাবেশে শতশত নারী ও পুরুষ অভিভাবক উপস্থিত হয়েছেন।