চাঁদপুরে "তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, গণমাধ্যম সত্য এবং নির্ভয়ে সংবাদ প্রকাশ করবে। গণমাধ্যম একটি শক্তিশালী মাধ্যম। এই শক্তিশালী মাধ্যমকে কাজে লাগাতে হবে। সঠিক দায়িত্ব পালন করলে আমরা ভুলটা করতে পারবো না। এখনো অনেকে গণমাধ্যমে সত্য প্রকাশ করতে ভয় পান। সাহসী ভূমিকা নিয়ে সাংবাদিকতা করতে হবে। গণমাধ্যমে সত্য প্রকাশের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে তার মতামত। সুশাসনের বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা প্রশাসক বলেন, গণমাধ্যম ভয় হীন ভাবে এবং সাহসীকতার সাথে সংবাদ প্রকাশ করবে। অনেকসময় আমরা দেখেছি গণমাধ্যমকে তোষামোদি করতে। আহবান থাকবে যেমনি খারাপ কাজের সংবাদ প্রকাশ করবেন, তেমনি ভালো কাজেরও সংবাদ প্রকাশ করবেন। সত্য প্রকাশ করলে সে আগামীতে লক্ষ্য সাবধান হয়ে যাবে।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ ও বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো. মুজিবুর রহমান।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) আয়োজনে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় উম্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক রিয়াদ ফেরদৌস, ফারুক আহমেদ, মুনাওয়ার কানন, শরীফুল ইসলাম, আতিকুর রহমান, ইলিয়াছ পাটোয়ারী, কেএম সালাউদ্দিন, ওয়াদুদ রানা, শাহরিয়া পলাশ প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজন।