লক্ষীপূজার বৃহত্তর আয়োজক ঘুড়কা গ্রাম

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৫:০৪ পিএম
লক্ষীপূজার বৃহত্তর আয়োজক ঘুড়কা গ্রাম

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশের সর্ব বৃহত্তর লক্ষীপূজার আয়োজক ঘুড়কা গ্রাম। ইতিহাস ঐতিহ্যের নির্দশনে ভরপুর এ গ্রামের পাশ দিয়ে প্রবাহমান ফুলজোড় নদী। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে ঘুড়কায় প্রতি বছর আড়ম্বরের সাথে জমকালো ভাবে লক্ষীপূজা অনুষ্ঠিত হয়। এ গ্রাম   লক্ষীপূজার আয়োজক হয়ে সুনাম অর্জন করেছে বহু আগেই। প্রশাসনের সহযোগিতা  মনোমুগ্ধকর আলোকসজ্জা মানুষের আতিথিয়্য প্রণার কারণে দিন দিন পূজার সংখ্যা বাড়ছে বলে জানান আয়োজক কমিটি। ২ দিন ব্যাপী লক্ষীপূজার আনন্দ উপভোগ করতে দূর দূরান্তে বিভিন্ন ধর্মের মানুষের পদচারণায় উৎসবে পরিণত হয় গ্রামে। গত ২০ বছর হলো ঘুড়কায়

আড়ম্বরপূর্ণ লক্ষীপূজার সুনাম ছড়িয়েছে দেশব্যাপী। শাহজাদপুর বগুড়া নওগাঁ পাবনা ঢাকা রাজশাহী জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূজায় দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীতে নিযুক্ত থাকা কর্মীদের। ছোট্ট গ্রামে ৩০ টি লক্ষীপূজার আয়োজন করতে পেরে গর্বিত এলাকাবাসী। ঘুড়কা দুর্গা মন্দিরের সভাপতি গৌতম কুমার কুন্ডু ও ক্যাত্যয়নী মন্দিরে সভাপতি প্রদীপ কুমার দাস জানান, সৌহার্দপূর্ণ পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে