বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম-৫ সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের, পপক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
গত সোমবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গৌতম আশ্রম বিহারে উপজেলা বিএনপির সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন চেয়ারম্যান মন্দির নেতৃবৃন্দদের হাতে এ অনুদান তুলে দেন।
এসময় মির্জাপুর গৌতম আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ শাসনানন্দ মহাথেরো, কার্যকরী সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক লায়ন কৃষিবিদ অনুপম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক উত্তম কুমার দাশ, মো. আবু সাইদ, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইয়াকুব মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.কামরুদ্দিন নাহিদ, সুব্রত বড়ুয়া, মো.জাহাঙ্গীর আলম, সৈয়দ শাহীনুল হক শাহেদ, মো.ইয়াছিন ফরহাদ, মো.আহাদ আরমান, মো.সালাউদ্দিন, মো.রমিজ উদ্দিন চৌধুরী, মো.কামরুল হাসান ফয়সাল, মো.মোস্তাক প্রমুখ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব মো.গিয়াস উদ্দিন চেয়ারম্যানসহ নেতৃবৃন্দরা ফানুস উড়ানো কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।