খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ইট বালু ব্যবসায়ীকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ইমরান মুন্সি মুন্সিপাড়া দ্বিতীয় গলি এলাকার বাসিন্দা বাবুল মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন যুবক তার পথরোধ করে। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা কেএমপি সহকারি কমিশনার (মিডিয়া) খোন্দকার হোসেন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিতে নিহত ইমরান একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল । তার বিরুদ্ধে থানায় মাদকসহ কয়েকটি মামলা রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তারা চিহ্নিত সন্ত্রাসী ‘বি’ গ্রুপের সক্রিয় সদস্য। তিনি আরও বলেন, নিহত ইমরান মুন্সি কেএমপির তালিাকাভুক্ত সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য ছিলো। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা মামলা রয়েছে।
খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে পুলিশ লাইনের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।