কাপাসিয়ায় বিএনপি নেতা মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের জানাজা সম্পন্ন

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ৭ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ পিএম
কাপাসিয়ায় বিএনপি নেতা মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের জানাজা সম্পন্ন
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মীর মাসুদ করিমের মাতা হালিমা খাতুনের (৭৮) জানাজা নামাজ মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। উপজেলা সদরের বর্জুনা নূরুল কোরআন এতিমখানা মাদরাসা মাঠে মরহুমার জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও আত্নীয় স্বজন শরিক হয়ে রুহের মাগফিরাত কামনা করেছেন। জানাজা নামাজ শেষে তাঁর মরদেহ বর্জুনা গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। শোক সন্তপ্ত মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, কাপাসিয়া মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান মারুফ প্রমুখ। মরহুমার জানাজা নামাজ পড়ান স্থানীয় মসজিদের পেশ ইমাম। এর আগে মরহুমার জন্য উপস্থিত সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন জৈষ্ঠ্য পুত্র মীর মাসুদ করিম। মৃত্যুকালে মরহুমার দুই পুত্র, দুই কন্যা ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে