রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নের ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী ৫৮ হাজার ৫৯২ জন শিশুকে আগামী ১২ অক্টোবর টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করবে স্বাস্থ্য বিভাগ।
এরই মধ্যে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি সফল করতে কাজ করছে তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ে অনলাইনে রেজিস্ট্রেশনের কাজ করছেন উপজেলা স্বাস্থ্যকর্মীরা। জনসচেতনতামূলক বিভিন্ন প্রচার-প্রচারণা এখনো অব্যাহত রেখেছেন।
টিকা প্রদান কর্মসূচি সফল করতে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সেমিনার কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ফারুক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ সোহেল মিয়া, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, টিকা প্রদান কর্মসূচির কো-অর্ডিনেটর ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক কামরুজ্জামান কামাল, স্যানিটেশন পরিদর্শক পনিরুজ্জামান প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ফারুক হোসেন জানান, বালিয়াকান্দিতে তাদের লক্ষ্যমাত্রা ৫৮ হাজার ৫৯২ জন শিশু। এরই মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছে ৩৯ হাজার ৫৬ জন। সোমবার পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছে ২৩ হাজার ৩৫১ জন।
এছাড়া স্কুল বর্হি:ভূত বিভিন্ন কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৫৩৬ জন। এর মধ্যে অনলাইনে নিবন্ধন করেছে ৩ হাজার ৯২৩ জন। অনলাইনের নিবন্ধন এখনো চলছে। তিনি আশা করেন নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে।
তিনি আরও জানান, স্কলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আর স্কুল বহি:ভূত শিশুদের টিকা প্রদান করা হবে পহেলা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। পর্যাপ্ত পরিমাণ টিকা তাদের রয়েছে বলেও তিনি জানান।