চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা ও সংগঠনটির সাধারণ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১০টায় শোভাযাত্রাটি রহনপুরের একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে আলোচনা ও সাধারণ সভার আয়োজন করা হয়। পরে প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাঃ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা সুলতান আহমেদ, মহন্ত ক্ষিতিশ চন্দ্র আচারী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অনেকে। আলোচনা শেষে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিক হয়।