নারায়ণপুর পৌরসভায় নাগরিক সমস্যা সমাধানে এনসিপি'র উঠান বৈঠক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ পিএম
নারায়ণপুর পৌরসভায় নাগরিক সমস্যা সমাধানে এনসিপি'র উঠান বৈঠক

জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবিতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায়  নাগরিক সমস্যা সমাধানে-নারায়ণপুর পৌরসভায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

স্থানীয় এনসিপি'র উক্ত বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ ফরহাদ আহমেদ আলী  এবং বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা এনসিপির সদস্য  মোহাম্মদ হেলাল উদ্দিন- সভাপতিত্ব করেন  উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম বাবু। উপজেলা এনসিপির  সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম শান্ত  উপজেলা  বাগছাস এর সংগঠক মো. শাফিন  ও যুব ছাত্র  স্বেচ্ছাসেবী সহ পৌর বাসী জনসাধারণের অংশ গ্রহণে আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এনসিপি চাঁদপুর যিধঃংধঢ়ঢ়  গ্রুপে এ তথ্য জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে