খানসামায় জাতীয়তাবাদী তরুণদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন তহিদুল

এফএনএস (সিকান্দার আলী কাবুল; খানসামা, দিনাজপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫, ০৭:৫১ পিএম
খানসামায় জাতীয়তাবাদী তরুণদলের ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেলেন তহিদুল

দিনাজপুরের খানসামা উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলকে আরও গতিশীল ও সুসংগঠিত রাখতে উপজেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মো. তহিদুল ইসলাম-কে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

সোমবার (৬ অক্টোবর) এ দায়িত্ব প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শাহনেওয়াজ হোসেন (মিন্টু) ও সাধারণ সম্পাদক হাজী মো. ইকবাল হাসান টারজার।

নেতৃবৃন্দ জানান, সংগঠনের কার্যক্রমে গতি আনতে এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে দলকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করাতে তহিদুল ইসলামের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা বিশ্বাস করেন।

প্রেস বিজ্ঞপ্তির কপি আহবায়ক আবু রাসেদ তুলে দিচ্ছেন  ভারপ্রাপ্ত সদস্য সচিব এর হাতে। এসময় তরুণ দলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে