কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর চর অঞ্চলের নারীদের বেকারত্ব ঘোচাতে সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন।
কুড়িগ্রাম জেলা পরিষদ অর্থায়নে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় দুর্গম চর অঞ্চলের দরিদ্র নারীদের সেলাই প্রশিক্ষণের আয়োজন করে। শিলখুড়ি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ৪০ জন নারীকে ১৫ দিন মেয়াদি সেলাই প্রশিক্ষণ দেয়া হবে।
এ সময় ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার শামছুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়েকজন প্রশিক্ষণার্থী জানান, সেলাই প্রশিক্ষণ তাদের বেকারত্ব ঘোচাতে সহায়তা করবে। সেলাই প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দুর করার স্বপ্ন দেখছেন তারা।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, সেলাই প্রশিক্ষণ নিয়ে পরিবারের সদস্যদের পোশাক তৈরি করার পাশাপাশি অন্যদের পোশাক তৈরি করে ঘরে বসে বাড়তি আয় করা সম্ভব। এতে চরাঞ্চলের নারীদের বেকারত্ব দুর হবে।
উদ্বোধনের পর প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।