ছাত্র -জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী ষড়যন্ত্র, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্যের মোকাবেলা ও পিআর পদ্ধতিতে নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীতে ইসলামী আন্দোলনের নবীন সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নন্নী বাজারস্থ ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ নন্নী ইউনিয়ন শাখার আয়োজনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নন্নী ইউনিয়ন শাখার সভাপতি হাকীম মো. আব্দুর রব। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মো. মামুনুর রাশিদ। নন্নী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সেক্রেটারি মুফতি ফখরুদ্দিন রাজী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাঈল হোসেন জাফরী, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুবকর ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে পীর সাহেব চরমোনাই এর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।