সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় অবৈধ গরু ও মহিষের চালান আটক করেছে। বুধবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মোট ২৩৭টি গরু ও ৪২টি মহিষসহ মোট ২৭৯টি ভারতীয় গবাদি পশু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রু-্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকায় বিছনাকান্দি বিওপি ও ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহলদল যৌথভাবে অভিযান চালায়। অভিযানে ২৩৭টি ভারতীয় গরু আটক করা হয়। অপরদিকে, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় লাফার্জ বিওপির টহলদল দুটি পৃথক অভিযানে ৩২টি ও ১০টি মহিষসহ মোট ৪২টি ভারতীয় মহিষ জব্দ করে। আটককৃত গরু ও মহিষের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ অবৈধ গবাদি পশু আটক করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, আটককৃত গবাদি পশুগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।