সৈয়দপুর পৌরসভার স্ট্রিট লাইটে ফুটে উঠেছে শৈল্পিকতা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:০৯ পিএম | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:০৯ পিএম
সৈয়দপুর পৌরসভার স্ট্রিট লাইটে ফুটে উঠেছে শৈল্পিকতা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। ১৯৫৮ সালে এ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। দেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা,বিমানবন্দর, রেলওয়ে সেতু কারখানা, রেলওয়ে জেলা পুলিশ সুপার কার্যালয়, জেলা বেতার কেন্দ্র,১০০ শয্যা সরকারি হাসপাতাল, হোমিও কলেজ,আর্মি বিশ্ববিদ্যালয়,স্বাদু পানি মৎস্য কেন্দ্র,২০ টারবান বিদ্যুৎ কেন্দ্র,পানি উন্নয়ন বোর্ড, দেশের তৃতীয় বৃহৎ শুকনা মাছের আড়ৎ,অসংখ্য ছোট বড় শিল্প কলকারখানা,শিক্ষা প্রতিষ্ঠান,মহাসড়ক,বাইপাস সড়কে ঘেরা শিক্ষা নগরী সৈয়দপুর। পুর্বের তুলনায় আমুল পরিবর্তন হয়েছে সৈয়দপুরের। বেশ আধুনিকতার ছোঁয়া লেগেছে এ শহরে। 

 হয়েছে দৃষ্টিনন্দন সড়ক। রাতে ওই সড়কে জ্বলে এখন রঙিন বাতি। রঙিন বাতির ঝলমল আলোয় রাত যেন দিন মনে হয়। সড়ক বাতির আলোয় শহর যেন রুপ নেয় এক অপরুপ সৌন্দর্যের। 

বিকেল হলেই সড়কের উভয় পাশে বসে ভ্রাম্যমাণ খাদ্যের দোকান। ওই দোকান চলে গভীর রাত পর্যন্ত। শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ হল দোকানের খদ্দের। দেখলে মনে হয় প্রতিটি দোকানে যেন নারী পুরুষের আড্ডা। মনে হয় এক নতুন রুপে আলোকিত হয়েছে সৈয়দপুর পৌর শহর। 

ক্যান্ট বাজারের বাসিন্দা শহীদ উদ্দিন জানান, পৌরসভা এলাকায় সড়কের দু'পাশে দৃষ্টিনন্দন সড়কবাতি সবার মন কেঁড়েছে। বাতি স্থাপনের ফলে পাল্টে গেছে শহরের চিত্র। সড়কের দু'পাশে এখন রাতে জ্বলে রঙিন বাতি। সন্ধ্যার পর  আলোকিত হয়ে ওঠে শহর। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বাইরে থেকে আসা অনেকে রাতের শহর সৈয়দপুর ঘুরে বিমোহিত হয়। 

সৈয়দপুর শহরের ট্রাফিক পুলিশ বক্স থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কটি এখন আলোয় আলোকিত। অনেকেই এক নজর দেখার জন্য ওই সড়কে রাতের বেলা হাটতে যায়। 

পুলিশ বক্স থেকে ডাক বাংলো পর্যন্ত শহরের চিত্র বদলাতে সড়কের দুপাশে স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন বাতি (স্ট্রিট লাইট)। এই স্ট্রিট লাইট রাতে শহরের ভিন্ন এক পরিবেশ তৈরি করে। যা দেখে সকলের চোখ জুড়ায়।

সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলি আব্দুল খালেক বলেন পৌর শহরকে আধুনিক রুপে ধারণ করতে এই উদ্যোগ নেয়া হয়। এই দৃষ্টিনন্দন বাতি প্রথমিকভাবে গোটা শহরে প্রায় সাড়ে ৩ হাজার স্থাপন করা হয়েছে। পরবর্তীতে পুরো শহর জুড়ে আধুনিক শহর হিসেবে রূপ নিতে ধাপে ধাপে আরো স্থাপন করা হবে। 

চিরিরবন্দর থেকে ঘুরতে আসা আবুল কালাম আজাদ জানান, সড়কের রঙিন বাতির আলোয় চারিদিক যেন দিন মনে হয়। 

সৈয়দপুর পৌরসভার হিসাব রক্ষক আবু তাহের জানান,বাতিগুলো স্থাপনের ফলে শহর উজ্জ্বল হয়েছে। আলোকিত হয়েছে চারপাশ। বিশেষ করে বিমানবন্দর সড়কে গেলে রাতকে মনে হয় দিন।

সৈয়দপুর পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা বিভাগের অস্থায়ি সুপার ভাইজার মোঃ মমিনুল ইসলাম বলেন, এখন শহর থাকছে সব সময় ঝকঝকে। ফজরের নামাজ আদায় করে আমরা শহর পরিস্কার পরিচ্ছন্নতার কাজে যোদ দেই। এ কাজে যারা জড়িত তারাও অত্যন্ত আন্তরিক। দায়িত্ব পালনে কোন প্রকার অবহেলা নেই তাদের মধ্যে। তিনি আরো বলেন,দিনে শহর থাকছে ঝকঝকে। আর রাতে দৃষ্টিনন্দন স্টিট বাতি শহরকে উজ্জ্বল করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে