বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকায় নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কারনে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি,বসতবাড়ি,গাছপালা ও রাস্তাঘাট। এতে দুর্ভোগ ও আতঙ্ক নিয়ে বসবাস করছেন নদী তীরের মানুষজন। এদিকে নদীভাঙন রোধ ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে আজ সকাল ১০টায় কালোমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
তারা জানান, বিষখালী নদীর তীর ভাঙন দীর্ঘদিন ধরে চললেও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহন করেননি। নদীগর্ভে জমি ও বাড়ি হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। এবারের বর্ষায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে, ফলে অনেকেই আতঙ্কের মধ্যদিয়ে দিন কাটাচ্ছে। এ সময় ভুক্তভোগী কৃষক সোলায়মান জানান, 'আমার চোখের সামনে আমার ফসলি জমি,বাড়ীর জমি নদীতে চলে গেছে। এখন আর মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। বাধ্য হয়ে আজ রাস্তায় নেমেছি।' সাবেক ইউপি সদস্য নাজমা আক্তার বলেন, 'নদীর এই ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। মানুষ অসহায় ভাবে ঘরবাড়ি হারাচ্ছে। এখনই টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে পুরো এলাকা হুমকির মুখে পড়বে।'
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'ভাঙনের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।'