পাংশায় পদ্মাপাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ

এফএনএস (এম.এ. জিন্নাহ; পাংসা, রাজবাড়ি) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:২৯ পিএম
পাংশায় পদ্মাপাড়ের জেলেদের মাঝে চাল বিতরণ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার পদ্মাপাড়ের দুটি ইউনিয়ন  হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের ৪৩০ জন কার্ডধারি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোন্দকার আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়াও স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ চলমান থাকবে। এসময় নদীতে ইলিশ মাছ আহরণ বা সংরক্ষণে সরকারি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি (২২ দিনের জন্য) ২৫ কেজি হারে ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে