রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) উপজেলার পদ্মাপাড়ের দুটি ইউনিয়ন হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নের ৪৩০ জন কার্ডধারি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোন্দকার আবু বকর সিদ্দিক প্রমূখ। এছাড়াও স্বস্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ চলমান থাকবে। এসময় নদীতে ইলিশ মাছ আহরণ বা সংরক্ষণে সরকারি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এ লক্ষ্যে ২০২৫-২৬ অর্থ বছরে ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিবার প্রতি (২২ দিনের জন্য) ২৫ কেজি হারে ভিজিএফ এর (চাল) বিতরণ করা হয়েছে।