মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:৩১ পিএম
মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালিটি উপজেলা বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডুর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সমাজে নারী-পুরুষ সমতার ভিত্তিতে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে