দাকোপে বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৪:৪৭ পিএম
দাকোপে বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খুলনার দাকোপে জোয়ারের তোড়ে বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে ঘরবাড়ী ফসলের ক্ষেত। ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে পাউবোর অবহেলাকে দায়ী করে গোটা ইউনিয়ন ভেসে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।

জানা যায় মঙ্গলবার রাত সাড়ে ১১ টার ঢাকী নদীর জোয়ারের পানির চাপে দাকোপের ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির এলাকার আনুমানিক ২ শত ফুট ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এ ঘটনায় তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী গ্রাম পানিতে তলিয়ে যায়। ফলে ভেসে গেছে ঘরবাড়ী, মৎস্য ঘের, পুকুর ও ৩ হাজার বিঘা জমির আমন ফসলের ক্ষেত। বুধবারের মধ্যে বাঁধ আটকাতে না পারলে দক্ষিন কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়াসহ প্রায় গোটা তিলডাঙ্গা ইউনিয়ন প্লাবিত হওয়ার আশংকা প্রকাশ করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, ভোর বেলা পানি উন্নয়ন বোর্ড আরো বেশী তৎপর হয়ে ২ টা বালির টিউব দিয়ে চাপান দিলে বাঁধটি আটকানো সম্ভব হত। কিন্তু তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেখা যায়, তবে উচ্চ পর্যায়ের কোন কর্মকর্তার দেখা মেলেনি। এ ছাড়া দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এবং স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডার ভাঙন এলাকায় উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার আসমত হোসেন বলেন, আশা করছি রাতের মধ্যে বাঁধ আটকাতে পারবো। বালির টিউবসহ অন্যান্য সামগ্রী প্রস্তুত রাখা আছে। পানি উন্নয়ন বোর্ড সকল উদ্যোগ নিয়েছেন এমন দাবী করে তিনি বলেন তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্থ ৪০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া গুড় এবং রান্নার জন্য চাউল, ডাউল, তৈলসহ অন্যান্য সামগ্রী বিতরন করেছি। বিকাল নাগাদ ক্ষতিগ্রস্থ অন্যান্য পরিবার গুলোকে অনুরুপ সহযোগীতা করা হবে বলে তিনি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ বেড়ীবাঁধের ওই অংশটি চরম ঝুঁকিপূর্ন ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড সময় মত কোন পদক্ষেপ না নেওয়ায় এমন ক্ষতি হল।