কাহারোলে বিদ্যালয় গুলোতে বই বিতরণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৬ পিএম
কাহারোলে বিদ্যালয় গুলোতে বই বিতরণ

গতকাল রবিবার সকাল ১০টায় কাহারোল উপজেলা শিক্ষা অফিস হতে সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতে বই বিতরণ শুরু করেছেন উপজেলা শিক্ষা অফিস। ১ শত ২০টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১টি শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় ও ২২টি কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে বই তুলে দেন কাহারোল উপজেলা শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার ইবনে মাসুন রানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ। উপজেলায় ১ম শ্রেণীতে ৪ হাজার ৪০০শত টি, ২য় শ্রেনীতে ৪ হাজার ৩ শত ১৫টি ও তৃতীয় শ্রেণীতে ৪ হাজার ৩ শত ১৫টি বই দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এই রিপোট লিখা পর্যন্ত ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বই শিক্ষা অফিসে আসেনাই বলে জানিয়েছেন শিক্ষা অফিসার।     

আপনার জেলার সংবাদ পড়তে