কলমাকান্দায় কন্যাশিশু দিবস উদযাপন

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৬:১৬ পিএম
কলমাকান্দায় কন্যাশিশু দিবস উদযাপন

“আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, কন্যাশিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজের সমর্থন পেলে তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে