পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য গতকাল রবিবার সকাল এগার ঘটিকায় উপজেলার হিলচিয়া ইউনিয়নের জুমাপুর আইডিয়াল স্কুল উদ্ভোধন কালে প্রাক্তন প্রবীন শিক্ষক ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান ফরিদ এসব কথা বলেন। তিনি বলেন,একটি স্কুল প্রতিষ্ঠা করা সহজ, কিন্তু এটাকে রক্ষা করা খুবই কঠিন কাজ।প্রতিষ্ঠানটি ধরে রাখতে হলে শিক্ষক,এলাকাবাসীসহ সকল সচেতন অভিভাবকদের সহযোগিতা একান্ত প্রয়োজন।বক্তারা বলেন প্রায়াত শিক্ষানুরাগী কুতুব উদ্দিন স্যারের স্মারণে এই প্রতিষ্ঠানটির জয়যাত্রা শুরু হলো। তার ই্চ্ছা ছিলো পিছিয়ে পড়া জনপদে একটি স্কুল প্রতিষ্ঠা করা । তার স্বপ্ন তার ছেলেরা ও এলাকাবাসী পূরণ করার পথে । এসময় আরো বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মোঃ শাহজাহান মিয়া,অধ্যাপক হায়দার আলী খান, সাবেক ভাইসচেয়াম্যান মোঃ জিল্লুর রহমান অত্র প্রতিষ্ঠানের উদ্যেক্তা রিয়াদ আহম্মেদ জিকু হাবিবুর রহমান রনি জিকু আহম্মেদ,আল ইমরান ।এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজ সেবক নূরে আলম দিপু।