‘‘স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চৌরাস্তা বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এস এম আকাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইয়্যামে জাহেলিয়াতের যুগে কন্যা শিশু সন্তানদের যেভাবে নিগৃহীত করা হতো বর্তমান আধুনিক সভ্য সমাজেও দেশে ও বিদেশে নারীদের সংগে পরিবার ও সামাজিকভাবে বৈষম্য করা হচ্ছে। আমরা চাই এই বৈষম্য দূর করে শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিতে হবে। এছাড়া কন্যা কে নারী হিসেবে না ভেবে ছেলে সন্তানের মত লালন পালন করতে হবে। এজন্য পরিবার ও সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশে এই দিবসটি পালিত হচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার। অন্যান্যদের মধ্যে এসনিপি নেতা হাবিবুর রহমান, সাংবাদিক এম এ বাসেত ও শিক্ষার্থী ফাতেমা প্রমুখ।