শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় রিফাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

আপনার জেলার সংবাদ পড়তে