রাজশাহীর বাঘা উপজেলা থেকে একটি পুরনো মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পাকুড়িয়া নামক এলাকা থেকে এটি উদ্ধার করে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের দল। বিজিবি জানিয়েছে, এটি কষ্টি পাথরের মূর্তি। এর ওজন ১৫৬ কেজি। এটির মূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ টাকা।