রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আমি কন্যাশিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের জন্য কাজ করি।’ বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. র্বানাবাস হাসদাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, পরিসংখ্যান কর্মকর্তা শরিফুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী। এছাড়াও মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সহকারি প্রোগ্রামার জাহাঙ্গীর আলম ও তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এম রায়হান আলী প্রমুখ। ই/তা