নওগাঁর আত্রাইয়ে গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বেড়াহাসন গ্রামের আলী হোসেন মন্ডলের ছেলে গুলজার হোসেনের গোয়াল ঘরে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
গুলজার হোসেনের বড় ভাই শহিদ উদ্দীন মন্ডল বলেন,বাড়ী সংলগ্ন গোয়াল ঘরে মঙ্গলবার সন্ধায় গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরেন। ভোর তিনটা নাগাদ বাবা আলী হোসেন মন্ডল ঘুম থেকে ওঠে প্রাকৃতিক ডাকে সারা দিতে বাড়ীর বাহিরে বের হবার সময় দেখতে পান বাহির থেকে মেইন গেটের সিটকি লাগানো রয়েছে। পরে বাড়ীর লোকজনকে ডেকে তুলে হয়ে সিটকি খুলে বাহিরে বেড় হন। এসময় দেখতে পান গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। ৫টি গরুর মূল্য মোট আড়াই লক্ষাধীক টাকা হতে পারে বলে জানান শহিদ উদ্দীন মন্ডল।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।