চিরিরবন্দরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৬ পিএম
চিরিরবন্দরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী

চিরিরবন্দরে ৫২ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ অক্টোবর বুধবার বিকেল ৪ টায় চিরিরবন্দর মিনি স্টেডিয়ামে উপজেলা স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া পরিচালক নুরুজ্জামান বেলাল, তাজুল ইসলাম, নুরুজ্জামান নুরু, নজরুল দুলাল, মোশাররফ হোসেন, আজিজুর রহমান বাবলু, ওবায়দুর রহমান, হাবীব হোসেন, ডালিম রায়, রাবেয়া বেগম, আল মামুন, ময়েন উদ্দিন, শামসুল হুদা, আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।  

আপনার জেলার সংবাদ পড়তে