নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ পিএম | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ পিএম
নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে সভা

আমি কন্যা শিশু-স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। এ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় কন্যা শিশু দিবস ও তারুণ্যের উৎসব ঘিরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

‎৮ অক্টোবর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচির আয়োজন করে।মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান শেখ,বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাধারণ সম্পাদক নাসরিন আকতার,ছাত্র প্রতিনিধি বৈশাখী,জুলাই যোদ্ধা জারিন তাসনিম মিম্মা,নাসিব সভাপতি আব্দুল মোমিন ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী মোরছালিন ইসলাম বক্তব্য দেন। 

‎অনুষ্ঠানে তারুণ্যের উৎসব ঘিরে মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিশু কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতায় চার শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।‎ এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয় প্রতিনিধিদের কাছে।

‎জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, ৪১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান প্রদান করা হচ্ছে। এতে ৫টি সমিতির মাঝে চেক হস্তান্তর করা হয়। ১৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান পেয়েছে বিভিন্ন সমিতিগুলো।‎এদিকে জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‎ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস হ্যাপি।‎বিশেষ অতিথি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু ও শিশু বক্তা হিসেবে সাদিয়া শাহরিয়ার শুভ্রা বক্তব্য দেন।‎পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ্য হয়। এর আগে সকালে কন্যা শিশুদের নিয়ে চিত্রাংকণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় শিশু একাডেমি মিলনায়তনে।

আপনার জেলার সংবাদ পড়তে