টাঙ্গাইলের ভূঞাপুরে হোমিওপ্যাথি চিকিৎসকদের সাথে মতবিনিময় সভা করেছেন টাঙ্গাইল জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক, আহসান হাবিব ও ড্রাগ সুপার আবু জাফর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ভূঞাপুর উপজেলার কুটুমবাড়ি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা হোমিও চিকিৎসক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান ভূঁইয়া, সভাপতি ডা. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ডা. ইয়াছির আরাফাত খান সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হোমিও চিকিৎসক ও হোমিও ফার্মেসি মালিকগণ।
মতবিনিময় সভায় সহকারি পরিচালক আহসান হাবিব ও ড্রাগ সুপার আবু জাফর উপস্থিত সকল চিকিৎসক ও ফার্মেসি মালিকদের হোমিও ফার্মেসির ড্রাগ লাইসেন্স গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, “হোমিও চিকিৎসা একটি ঐতিহ্যবাহী ও কার্যকর পদ্ধতি। তবে সঠিক নিয়ম মেনে লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে এই চিকিৎসা সেবাকে আরও স্বচ্ছ ও জনগণের আস্থার জায়গায় নিয়ে যেতে হবে।” সভা শেষে অংশগ্রহণকারীরা লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা ও সমস্যা তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।