ভারতের ভারতের পাহাড়ি ঢলেরে পানিতে বগুড়ার সারিয়াকান্দিতে পানি কমলেও যমুনায় ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বুধবার থেকে বিকেল থেকে এই ভাঙ্গন শুরু হয়। কামালপুর ইউনিয়নে ভাঙ্গনে দড়িপাড়া, গোদাখালি ও ইছামারা এলাকায় হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
ওই ইউনিয়নের অন্তত পক্ষে ২৫ টি পরিবার গৃহহীন হয়েছেন। ভাঙ্গনে ৩ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ডান তীরের ভাঙ্গনে প্রায় তিন কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধও এখন হুমকির মুখে। বাঁধ ভাঙলে সারিয়াকান্দি, ধুনট ও শেরপর উপজেলার বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে।