ময়মনসিংহের মুক্তাগাছায় ২০১৫ সালে এক ভ্যান চালককে হত্যা করার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালত আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোহেল রানা, যিনি মুক্তাগাছার মণ্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সামছুদ্দিন আদালতের কক্ষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে মণ্ডলসেন পশ্চিমপাড়ার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতের দিকে বাড়ি ফেরেননি। পরিবারের সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরের দিন সকালে এলাকাবাসী খালের মধ্যে একজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।
নিহতের বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্তের পর সোহেল রানাকে গ্রেপ্তার করে। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।