কিশোরগঞ্জের হোসেনপুর ফিলিস্তিন মূখী ত্রাণবাহী জাহাজ আটকের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় হোসেনপুর হাসপাতাল চৌরাস্তায় বাংলাদেশ ফিলিস্তিন সংহতি পরিষদ এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশের আলোকচিত্র শিল্পী ও লেখক শহিদুল আলমসহ, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের আটকসহ ত্রাণবাহী জাহাজ আটকের বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন, বাসদ মার্কসবাদী জেলা সমন্বয়ক আলাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ, কে, এম মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, শ্রমিক সংগঠনের সদস্য সচিব এবায়াদুল ইসলাম, কৃষক সংগঠনের জমির উদ্দীন প্রমুখ।