নীলফামারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে। এ্যাডভোকেট এটিএম ফেরদৌস আলমকে সভাপতি ও রমিজ রাজাকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিপন, কোষাধ্যক্ষ মোঃ রবিউল, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুৃর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ মোতাহার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান মুন, সমাজ কল্যাণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন রেজা, ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াসিন আলী, গ্রাম প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম বাবু,শিক্ষা ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাকিল রহমান। ৮ অক্টোবর সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রমিজ রাজা বলেন, নীলফামারীতে খেলোধুলার মানোন্নয়ন ও ক্রীড়াকে সমৃদ্ধ করতে নানামুখী উদ্যোগ এবং নীলফামারীর ক্রীড়ার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণ করা হবে।