নীলফামারীতে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে। ৯ অক্টোবর এ উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকঘরে এসে শেষ হয়। পরে ডাকঘর চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ওই সভায় সভাপতিত্ব করেন নীলফামারী প্রধান ডাকঘরের হেড পোস্ট মাস্টার মোঃ শামসুজোহা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক একরামুল হক। বিশেষ অতিথি ছিলেন পোস্ট অফিস পরিদর্শক নীলফামারী উপবিভাগ ফজলুর রহমান ও সহকারী পোস্ট মাস্টার লেবু চন্দ্র রায়সহ অনেকে। সভাপতির বক্তব্যে শামসুজোহা বলেন,বিশ্বের ১৭৩টি দেশে একইসাথে ডাক দিবস উদযাপন করা হয়। পোস্ট অফিসে শুধু চিঠিপত্র আদান প্রদান করা হয় না এর সাথে আরোও অনেক প্রোগ্রাম চালু হয়েছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপদ আশ্রয়স্থল ডাক বিভাগ বা পোস্ট অফিস। তিনি আরও বলেন সকলের সহযোগিতায় নীলফামারী ডাকবিভাগ সুনাম অর্জন করেছে। সভার প্রধান অতিথি বলেন, নীলফামারী পোস্ট অফিস লেনদেনে অনেক সুনাম কুঁড়িয়েছে। আশাকরি আগামীতে তাদের চলমান কার্যক্রম এই অফিসে আরও বেশি সুনাম অর্জন করবে। এসময় নীলফামারী পোস্ট অফিসের পরিদর্শক গত দুই বছরের হিসেব সকলের সামনে তুলে ধরেন।