ক্ষেতলালে জব্দকৃত ১৮৬০ কেজি চাল এতিমখানায় বিতরণ

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৫:২৮ পিএম
ক্ষেতলালে জব্দকৃত ১৮৬০ কেজি চাল এতিমখানায় বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে জব্দকৃত চাল উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বড়তারা ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির বিতরণের চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। অভিযানে জড়িতদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ১ হাজার ৮৬০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চাল ক্ষেতলাল থানার জিম্মায় রাখা হয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১২টার দিকে থানা চত্বর থেকে ওই চালগুলো উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

এর মধ্যে মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় ৬৬০ কেজি, পুটিমারি দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদ্রাসায় ৬০০ কেজি এবং ক্ষেতলাল ধনকুড়াইল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৬০০ কেজি চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন, উপজেলা খাদ্য পরিদর্শক হুমায়ুন কবির, মামুদপুর মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আইয়ুব আলী, হাফেজ আজিজ ও তোফাজ্জল হোসেন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে