অভয়নগরে মাদকসহ নারী কারবারি আটক

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৫:৪৬ পিএম
অভয়নগরে মাদকসহ নারী কারবারি আটক

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ লিপি বেগম (৪৪) নামে চিহ্নিত এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার বুইকারা গ্রামের আকুঞ্জিপাড়ায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ তাকে আটক করা হয়। 

আটক লিপি বেগম আকুঞ্জিপাড়ার মৃত হিরো মোল্যার স্ত্রী। তার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 

অভয়নগর সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বুইকারা গ্রামের আকুঞ্জিপাড়াস্থ লিপি বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় লিপি বেগমের বাড়ি তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ছোট ১০ প্যাকেট ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়। অভিযানের নের্তৃত্বে ছিলেন, অভয়নগর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সানজিদ আহমেদ। 

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম রবিউল ইসলাম বলেন, সোনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মাদক মামলার আসামি আটক লিপি বেগমকে মাদকদ্রব্যসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।

আপনার জেলার সংবাদ পড়তে