বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী পীরগাছার তিন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যকরী সদস্য মিফতাহুল হোসাঈন মারুফ, শেখ মুজিব হলের সাহিত্য সম্পাদক আরিফ হাসান রাফি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের এজিএস ফাহমিদা আক্তার সাওদা। মিফতাহুল হোসাঈন মারুফ উপজেলা জামায়াতের সাবেক আমীর ও পীরগাছা সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালেব হোসাঈন এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনঝুরি বেগমের একমাত্র ছেলে, আরিফ হাসান রাফি উপজেলার দিলালপাড়া দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শিক্ষক মো: জাকির হোসেনের ছেলে এবং ফাহমিদা আক্তার সাওদা একই মাদ্রাসর সুপার মো: আবুল হোসেনের একমাত্র কন্যা। বৃহস্পতিবার উপজেলা জামায়াত কার্যালয়ে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর বজলুর রশিদ মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুর মহানগর জামায়াতের আমীর ও রংপুর-৪ আসনের এমপি প্রার্থী এটিএম আজম খাঁন। এসময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মোস্তাক আহম্মেদ, জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোত্তালেব হোসাঈন, উপজেলা সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পদক আব্দুর জব্বার, পীরগাছা ইউনিয়ন আমীর আবু সুফিয়ান সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।