কুরআন অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ৯ অক্টোবর, ২০২৫, ০৬:৪২ পিএম | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ০৬:৩৬ পিএম
কুরআন অবমাননার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের কুরআন অবমাননার ঘটনায় দেশব্যাপী তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইত্তিহাদুল উলামা পরিষদ, রংপুর।বৃহস্পতিবার (অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় সদর হাসপাতাল জামে মসজিদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আলী। 

এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস, হাফেজ বায়েজিদ হোসাইন, হাফেজ আমজাদ, মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “কুরআন মুসলমানদের হৃদয়ের স্পন্দন। পবিত্র কুরআনের প্রতি অবমাননাকর আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। যারা এমন জঘন্য কাজ করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন সাহস না পায়।”

হাফেজ মাওলানা ইদ্রিস আলী বলেন, “এটি শুধু একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি বাংলাদেশের সংবিধান ও সামাজিক সম্প্রীতির ওপর আঘাত। সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং ন্যায়বিচারের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

মাওলানা ইউনুস বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু যদি ধর্মীয় অনুভূতিকে বারবার উপহাস করা হয়, তবে জনগণের ক্ষোভ দমন করা সম্ভব হবে না। আইন তার নিজস্ব গতিতে চলুক, তবে তা হতে হবে দৃশ্যমান।”

পরে সদর হাসপাতাল জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। বক্তারা ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে